Print Date & Time : 4 August 2025 Monday 12:10 am

রাজশাহীতে রিমালের প্রভাবে ঝড়বৃষ্টি

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজশাহীতে ভারি বৃষ্টিপাত হয়েছে।

বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।এদিন সকাল থেকে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে।

রোববার (২৬ মে) সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হলেও সে সময় মাত্র ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়াও সোমবার (২৭ মে) ভোর ৬টা পর্যন্ত ১১ মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ারা বেগম জানান, সোমবার বেলা ১২টা পর্যন্ত ৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভোর ৬টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ২২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়। বুধবার থেকে তাপমাত্রা আবারও স্বাভাবিক হবে।

সোমবার (২৭ মে) সকাল থেকে ঝড়ো বাতাসসহ বৃষ্টি হয়।কখনও গুঁড়িগুঁড়ি আবার কখনও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গোটা রাজশাহী অঞ্চলে এরকম হচ্ছে বলে জানিয়েছে আবহওয়া অফিস।

তবে এখন পর্যন্ত রাজশাহীতে কোথাও তেমনভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়ো বাতাসের কারণে বেশ কিছু গাছ ভেঙে গেছে। এছাড়াও আম ও ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই বলে খবর পাওয়া গেছে।

সকালে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। উপায় না থাকায় বৃষ্টি মাথায় নিয়েই কাজে বের হয়েছেন নিম্নআয়ের মানুষ। প্রধান প্রধান সড়কে সকাল থেকে যানবাহন চলাচলও কম ছিল।

পর্যবেক্ষক আনোয়ারা বেগম জানান, বাতাসের গতিবেগ ছিল ১০ থেকে ১২ নটিকেল মাইল। থেমে থেমে বৃষ্টিপাত চলছে। সেই সঙ্গে ঝড়ো বাতাস বইছে। এই বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত চলবে। এসময়ের মধ্যে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

দৈনিক দেশতথ্য//এইচ//