Print Date & Time : 6 May 2025 Tuesday 12:02 pm

রাজশাহীতে শতবর্ষী বৃদ্ধের ভোট প্রদান

রাজশাহীর বাঘায় ১০০ বছরের বৃদ্ধ এলাহী বক্স ভোট প্রদান করেন। রোববার (৭ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় দিঘা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার নাতী রনোর সাথে এসে ভোট দেন। দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ৩ হাজার ২৪৯। বৃদ্ধ এলাহী বক্স বাউসা ইউনিয়নের দাবিয়াতলা গ্রামের বাসিন্দা।

এ সময় এলাহী বক্স বলেন, জীবনে অনেক ভোট দিয়েছি। এ বয়সে এসে ভোট দিতে পেরে খুব ভাল লাগছে। এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা শরিফুজ্জামান বলেন, কোন অসুস্থ্ ব্যক্তি ভোট কেন্দ্রে এসে সহযোগিতা চাওয়ায় তা করা হয়েছে। তবে প্রায় শত বছর বয়সের এক বৃদ্ধ এ কেন্দ্রে তার নাতীর সাথে এসে ভোট দিয়েছেন।


এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই আতাউর রহমান বলেন, এক বৃদ্ধ লাঠিতে ভর করে তার নাতীর সাথে এসে ভোট দেওয়ার জন্য সহযোগিতা চায়, আমরা তাকে সার্বিক সহযোগিতা করে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ০৭,২০২৪//