মো. ফয়সাল আলম, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত বিএনপিকর্মী মকবুল হোসেন (৩৮) মারা গেছেন। নিহত মকবুল উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের আমগ্রাম গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। তিনি উপজেলা বিএনপির কর্মী ছিলেন।
এর আগে সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এক নারী ঘটিত বিষেয়ে মীমাংসায় বসছিল এলাকাবাসী। মীমাংসার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন মকবুল। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনেরা জানান, হামলার সময় মকবুলের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, সন্ধ্যায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মকবুল মারা গেছে।
ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।