Print Date & Time : 6 August 2025 Wednesday 9:00 am

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় বাগমারার অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজশাহীর মতিহার থানার খড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম লোকমান আলী (৪৫)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ জানান, সকালে বাগমারা থেকে সিএনজি অটোরিকশায় চড়ে রাজশাহী শহরে আসছিলেন লোকমান আলী। পথে খড়খড়ি এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকমান আলী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন।

ওসি জানান, আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত লোকমান আলীর মরদেহটিও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//