মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অর্থায়নে ও জেলা সাঁতার সমিতির উদ্যোগে জেলা সুইমিংপুলে দিনব্যাপী স্থানীয় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের বালক ও বালিকা বিভাগে প্রায় ১২২ জান সাঁতারু অংশগ্রহণ করে। বালক বিভাগে ৪টি স্বর্ণ,১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক পেয়ে সিপাইপাড়া যুব সংঘ চ্যাম্পিয়ন, ৩টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক পেয়ে রাজবয় স্পোর্টিং ক্লাব রানারআপ হয়েছে।
বালিকা বিভাগে ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক পেয়ে জাহানারা জামান স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন ও ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক পেয়ে রাইজান রয়েলস ক্লাব রানারআপ হয়েছে।
সোমবার (৮ জুলাই) জেলা সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার প্রবীন সদস্য মোঃ শরিফুর রহমান নুরুল হক।
এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন, কোষাধ্যক্ষ মোঃ জিয়া হাসান আজাদ হিমেল, জেলা সাঁতার সমিতির আহবায়ক মোঃ আব্দুল হান্নান, সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, বয়স ভিত্তিক ক্রিকেট সমিতির সদস্য সচিব মোঃ ফারুক উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।