মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ভিন্ন দু’টি গ্রুপের চ্যাম্পিয়ন ও বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
‘ক’ গ্রুপে এস এম ফারাবি রহমান ও ‘খ’ গ্রুপে মোঃ আশরাফুল ইসলাম চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাজশাহী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী। জেলা দাবা সমিতির আহবায়ক শেখ মনিরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
প্রতিযোগিতায় রাজশাহী মহানগরীর ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন বালক-বালিকা অংশগ্রহণ করে। এসময় জেলা দাবা সমিতির সদস্য সচিব মোঃ কাওসার আলী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকমন্ডলী,জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ এবং ক্রীড়া সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//