Print Date & Time : 5 May 2025 Monday 11:30 pm

রাজশাহীতে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বড় কুঠি এলাকা থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- ফরিদ হোসেন (২৬), আরমান শেখ (২৫), মাইফুল শেখ (৪৭), মোরাদ শেখ (৪০), তাজুল ইসলাম রবিন (২৪) ও আলীম জামান রিগেন (২৪)। তারা সকলেই বোয়ালিয়া মডেল থানার বড় কুঠি এলাকার বাসিন্দা।

নগর পুলিশ জানায়,, বুধবার নগরীর বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর দিকনির্দেশনায় পুলিশের একটি দল মহানগর এলাকায় মোবাইল ডিউটি করছিলো। এসময় পুলিশের ওই দল জানতে পারে নগরীর বড় কুঠি এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

এমন সংবাদের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ওই দল রাত সাড়ে ১০টায় বড় কুঠি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//