Print Date & Time : 21 April 2025 Monday 2:12 pm

রাজশাহীতে ৮ জুয়াড়ি গ্রেফতার

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো মানিক (৪৩), মো: শাকিল হোসেন মিঠু (৩৫), মো: সাইফুল ইসলাম (৩২), মো: নয়ন (২৯), মো: সাইদুল ইসলাম (৪৫), মো: আনারুল ইসলাম (৩০), মো: পিয়ারুল ইসলাম (৩২) ও মো: হাসান আলী (৫০)। তারা সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকার বাসিন্দা।

জানা যায়, রোববার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীতে বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, রাজপাড়া থানার বসুয়া আলীর মোড় এলাকায় কতিপয় জুয়াড়িরা তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাত দেড়টার দিকে রাজপাড়া থানার বসুয়া আলীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//