মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পুঠিয়া উপজেলা ফুটবল দল।
শুক্রবার (১৮জুলাই) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নানা নাটকীয়তায় ভরা দ্বিতীয় সেমিফাইনালে পুঠিয়া উপজেলা ফুটবল দল সাডেন ডেথে ১৪-১৩ গোলের ব্যবধানে রাজশাহী মহানগর ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।টাইব্রেকারে উভয় দলই ৪টি করে গোল করে। পরবর্তীতে ম্যাচ সাডেন ডেথে গড়ায়। সাডেন ডেথে পুঠিয়া উপজেলা ফুটবল দল ১৪-১৩ গোলে রাজশাহী মহানগর ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
আগামী সোমবার বিকেল সাড়ে ৩ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনালে পুঠিয়া উপজেলা দল মোহনপুর উপজেলা দলের মুখোমুখি হবে।
ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মুরাদুজ্জামান এলান।

Discussion about this post