মোঃ ফয়সাল আলম, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন নবম দিনে গড়িয়েছে। গত ২১ এপ্রিল থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে রাখার পর থেকে ক্যাম্পাসে কার্যত অচলাবস্থা বিরাজ করছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ করেছে।
সকাল সাড়ে ১১টার দিকে শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। দুপুর পর্যন্ত চলে তাদের প্রতিবাদ কর্মসূচি।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য বরাদ্দ ৩০% কোটা বাতিল, পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল, বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।
শিক্ষার্থীদের ভাষ্য, এসব দাবির পক্ষে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার অংশ হিসেবে তারা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।
এই অচলাবস্থা শুধু রাজশাহী পলিটেকনিকেই নয়, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটেও একই অবস্থা বিরাজ করছে।