Print Date & Time : 4 May 2025 Sunday 12:33 pm

রাজশাহী বিজিবি স্কুল অপরাজিত চ্যাম্পিয়ন

রাজশাহীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ৫০ তম থানা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী কর্তৃক পরিচালিত শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্র ছিল।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বোয়ালিয়া থানা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক জাহিদ হাসান।
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে একই ভেন্যুতে শুরু হবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা।

দৈনিক দেশতথ্য//এইচ/