Print Date & Time : 11 July 2025 Friday 9:36 am

রাজশাহী বোর্ডে এসএসসিতে সর্বনিম্ন পাসের হার, তবু দেশ সেরা

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহী শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এই ফলাফল বিগত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। তবুও সারা দেশের ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারের দিক থেকে দেশ সেরা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে ফল প্রকাশ করা হয়। ফলাফলের সাত বছরের তুলনামূলক পরিসংখ্যানে এই তথ্য পাওয়া যায়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২৪ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ, ২০২৩ সালে পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ ও ২০১৯ সালে পাসের হার ৯১ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে এবার রাজশাহী বোর্ডের পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৮০ হাজার ৩১০ জন। পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। পাস করা শিক্ষার্থীর সংখ্যা ও শতকরা হার, দুটিই বিগত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩৬৫ এবং ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। পাসের দিক থেকে ছাত্রীদের ফল ভালো, যা ৮২ দশমিক ০১ শতাংশ। তবে ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ।

রাজশাহী বোর্ডের অধীনস্থ ২ হাজার ৬৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯৯টি স্কুল থেকে অংশগ্রহণকারী সবাই পাস করেছে। তবে এবার ফলাফলে রাজশাহীর কোনো স্কুলেই শূন্য পাসের হার নেই। এমনকি শূন্য থেকে ১০ শতাংশ পাসের হারও শূন্য। মোট ২৬৯টি কেন্দ্রে পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৪৮২ জন। অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘ফলাফল প্রতিবছরই ভিন্ন হয়। কোনো ব্যাচ ভালো করে, কোনো ব্যাচ কিছুটা পিছিয়ে থাকে, এটাই স্বাভাবিক। এ নিয়ে আমরা চিন্তিত নই। সবাই মিলে বসে বিশ্লেষণ করে দেখব।’

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখখারুল ইসলাম বলেন, ‘এমনটা হতে পারে যে, এই শিক্ষার্থীরা একটু কম মেধাসম্পন্ন। আবার এমনটা বলাও ঠিক নয়, কারণ সারাদেশেই এবার পাসের হার কম। এই ফলাফলের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি-না, সেটা এই মূহুর্তে বলতে পারবো না।’