রাজশাহী শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ৭৮.৪৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে মোট ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ৪০ হাজার ১১৫ জন পরীক্ষার্থী যা গত বছরের তুলনায় ৯ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেশি। পাশ করেছে ১লাখ ৮ হাজার ৫৮০ জন। এ শিক্ষাবোর্ডে ২০২২ সালে পাশের হার ছিলো ৮১. ৬০ শতাংশ।
ছাত্রদের পাশের হার ৭৩.৫৫ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৩.৯৭ শতাংশ। ছাত্রদের জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৪৫ এবং ছাত্রীদের জিপিএ-৫ এর সংখ্যা ৫ হাজার ৮১৩ জন। এক বিষয়ে অতৃককার্য শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৭৮০ জন। ২০২২ সালে ছিলো ১৭ হাজার ৫৭৯ জন। এক বিষয়ে অকৃতকার্যের হার ১৮.২৯ শতাংশ।
শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ৩৭টি যা ২০২২ সালে ছিলো ৩১টি।
এদিকে রাজশাহী কলেজে এইচএসসি পরীক্ষায় এবারও ঈর্ষনীয় ফলাফল হয়েছে। ৪৪৯ জনের মধ্যে সবাই পাশ করেছে। যার মধ্যে ৪৪৭ জনই জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও দুইজন পেয়েছে এ মাইনাস। এ কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে ২৬৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৪৮ জন জিপিএ-৫ পেয়েছে। ১৬ জন পেয়েছে এ। মানবিক বিভাগ থেকে ৯২ জন অংশ নিয়ে ৮১ জন জিপিএ-৫ পেয়েছে। ১১ জন পেয়েছে এ। আর ব্যবসায় শাখা থেকে ৯৩ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন। এ পেয়েছে ৯ জন।
রাজশাহী কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, ‘শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে এ ফলাফল হয়েছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। তবে তারপরেও সামান্যতম অতৃপ্তি থেকে গেছে যে, ৩৭ জন এ প্লাস পায়নি। আমরা আগামীতে সবাইকে নিয়ে চেষ্টা করবো সকল শিক্ষার্থীই যেন এ প্লাস পায়। এটিই আমাদের বড় লক্ষ্য। আমরা সে লক্ষ্যেই এখানে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করি।’

Discussion about this post