মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) রাজশাহী ভেন্যুতে শনিবার (২৫ মে) পিছিয়ে পড়েও জয় পেয়েছে ঢাকার শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল ৪ টায় শুরু হওয়া ম্যাচের শুরুতেই কোন কিছু বুঝে ওঠার আগেই ৬ মিনিটের মাথায় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বিদেশি ফুটবলার এলিটা কিংসলে অসিওখা আচমকা গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। তবে গোলের এ আনন্দের স্থায়িত্ব ছিল মাত্র মিনিট তিনেক। ম্যাচের ৯ মিনিটের মাথায় শেখ রাসেলের সুৃমন রেজা গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। ম্যাচের ১১ মিনিটের মাথায় শেখ রাসেলের উজবেকিস্তানের ফুটবলার আকহিরোর ওমারজনভো গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন। ১৮ মিনিটের মাথায় ব্রাদার্সের পক্ষে প্রথম গোল করা সেই এলিটা কিংসলে অসিওখা আবারও গোল করলে ম্যাচে আবারও সমতা ফিরে আসে। শেখ রাসেলের চন্দন রই ম্যাচের ৩১ মিনিটের মাথায় গোল করে দলকে ৩-২ গোলে এগিয়ে নেন। এ অবস্থায় ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণ পরে দুই দলের দুই খেলোয়াড়ের মধ্যে হাতাহাতির ঘটনায় রেফারি সাগর ব্রাদার্সের আকমল হোসেন নয়ন ও শেখ রাসেলের ইউক্রেনের ফুটবলার ভারিরি স্টেপিনেনকোকে লাল কার্ড দেখালে উভয় দলকেই ১০ জন করে খেলোয়াড় নিয়ে খেলতে হয়। পরবর্তীতে ব্রাদার্স ইউনিয়ন গোল পরিশোধের জন্য আপ্রাণ চেষ্টা করেও সফল হয়নি। ফলে শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-২ গোলে জয়লাভ করে।
শেখ রাসেলের চন্দন রই ম্যাচ সেরা নির্বাচিত হন। রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য শিপলু তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post