নওগাঁ প্রতিনিধি:
সম্প্রতি এলাকার পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর মতিন সরদার, এবং সাংবাদিক রায়হানের করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ভিডিওতে প্রিতম, প্রেয়সী নামের অসহায় গৃহহীন দুই শিশুকে নতুন ঘর করে দেওয়ার জন্যে আর্থিক সহায়তা কামনা করা হয়। ভিডিওটি কাশিমপুর ইউনিয়নের সৌদি আরব প্রবাসী রাজু এবং শেখ আলীর সামনে আসলে তারা দুইজনে শিশু দুইটির থাকার ঘরের সম্পূর্ণ খরচ বহন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রিতম, প্রেয়সী দুই ভাই বোন। এদের মা মারা গেছে ৬ মাস আগে এবং এদের বাবা মানসিক ভারসাম্যহীন। সহায় সম্বলহীন দুই শিশুর থাকার ঘরের খুবই প্রয়োজন ছিলো। কন্টেন্ট ক্রিয়েটর মো:মতিন সরদার এবং সাংবাদিক রায়হানের করা ভিডিওর সুবাদে দুই প্রবাসীর আর্থিক সহায়তায় তারা নতুন ঘর পেয়েছে।
এ ব্যাপারে সাংবাদিক রায়হানের সাথে কথা বলে জানা যায়, “কিছুদিন আগে একটি দৈনিক পত্রিকাতে সাংবাদিক বিকাশের করা একটি প্রতিবেদনের মাধ্যমে জানতে পারি হাওলাদার পাড়ার দুইটি অসহায় শিশুর থাকার ঘর নেই। জানতে পেরে সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েটর মতিন সরদারকে সাথে নিয়ে সেখানে যাই এবং সোশ্যাল মিডিয়ায় তাদের থাকার ঘর করে দেওয়ার জন্যে আর্থিক সহায়তা কামনা করে একটি ভিডিও আপলোড দিই। ভিডিও কাশিমপুর ইউনিয়নের সৌদি আরব প্রবাসী রাজু এবং শেখ আলীর সামনে আসলে তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং নগদ পঁচিশ হাজার (২৫,০০০) টাকা দেয়। স্থানীয় লোকজন, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় আমরা দুই অসহায় শিশুকে একটি থাকার ঘরের ব্যবস্থা করে দিতে পেরেছি। মানুষ মানুষের জন্য। আমাদের সকলের উচিত অসহায়দের সাহায্য করা।
কন্টেন্ট ক্রিয়েটর মতিন সরদার বলেন “আমি ও রায়হান সব সময় আমাদের ভিডিওর মাধ্যমে গরীব,অসহায় মানুষদের সাহায্য সহযোগিতার চেষ্টা করি। আমার ভিডিওর কারণে যদি কেউ উপকৃত হয় তখন আমার খুবই ভালো লাগে।
নতুন ঘর পেয়ে খুবই খুশি প্রিতম – প্রেয়সী। যাদের সহযোগিতায় তারা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এই দুই শিশু।
এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাকিবুল হাসান।

Discussion about this post