বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের আলহাজ রোকনুজ্জামান রানু।
তিনি ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি। সম্প্রতি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি নির্বাচিত হন।
শনিবার ঢাকা ইঞ্জিনিয়ারি ইন্সটিটিউট মিলনায়তনে নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, মহা-সচিব খন্দকার এনায়েত উল্যাহসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ মালিক সমিতি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম কেন্দ্রীয় কমিটিতে ঝিনাইদহ থেকে রোকনুজ্জামান রানু সদস্য নির্বাচিত হলেন। কেন্দ্রীয় কমিটির নেতা হওয়ায় রোকনুজ্জামান রানুকে অভিনন্দন জানিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সকল সদস্য, কর্মকর্তা Ñকর্মচারীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
আর//দৈনিক দেশতথ্য//১৩ জুন-২০২২//

Discussion about this post