লক্ষীপুরের রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান লক্ষীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
লক্ষীপুর পুলিশ সুপার কার্যালয়ে গতকাল দুপুরে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম শ্রেষ্ঠ ওসি হিসেবে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান মহোদয়কে বিশেষ সম্মাননা সনদ এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
উপজেলা আইন শৃঃখলা নিয়ন্ত্রনসহ সার্বিক কর্ম মুল্যায়নের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেন বলে রামগঞ্জ থানা পুলিশের অফিসিয়াল পেইজে প্রকাশ করা হয়।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ওসি মোহাম্মদ সোলাইমান লক্ষীপুর জেলা পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ¯) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরীসহ জেলার উর্ধ্বতন অফিসারদের ধন্যবাদ জানান।
দৈনিক দেশতথ্য//এইচ//