Print Date & Time : 23 April 2025 Wednesday 9:58 pm

রামগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, জরিমানা

রামগঞ্জ বাজারে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়েছে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা। এসময় তাদের কাছে পণ্য ক্রয় এবং বিক্রয়ের মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়েছে ।

সোমবার (১১ডিসেম্বর) রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল নেতৃত্বে রামগঞ্জ ও সোনাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

কৃষি বিপনন আইন ২০১৮ অনুযায়ী ৪টি পেঁয়াজের আড়ৎ এবং ৩টি মুদি ব্যবসায়িকে পৃথক পৃথক মামলায় ২লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় সোনাপুর বাজারের পেঁয়াজের ব্যবসায়ীরা পন্য ক্রয় এবং বিক্রয়ের সঠিক মূল্য তালিকা না দেখাতে পারায়। কৃষি বিপনন আইন ২০১৮ অনুযায়ী পৃথক পৃথক মামলায়, ইউসুফ হোসেন ২০ হাজার টাকা, আবুল হোসেন ২০ হাজার টাকা, খালেক মাষ্টার ২০ হাজার টাকা ও দিলিপ কুমার বনিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রামগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী রশিদ পাটোয়ারীর ৫০ হাজার টাকা ও সোনাপুর মেসার্স শাহাদাত ব্রাদাস পেঁয়াজের মেমোতে রসুনের দাম লেখায় ৫০হাজার টাকা ও অরো একটি মুদি ব্যবসায়ীকে একোই অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। রিক্সাচালক সহ কয়েকজন ক্রেতা জানান, শুক্রবার (৮ডিসেম্বর) সকালে রামগঞ্জ বাজারগুলোতে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৯০ থেকে ১০০ টাকা কেজি। এছাড়াও দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা। তবে শুক্রবার সন্ধ্যার পর পেঁয়াজের দামে ভেলকি দেখান বিক্রেতারা। তখন ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা দরে এবং দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৭০ টাকা কেজি দরে। হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তারা পেঁয়াজ কিনছে না। পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে বাজারে নি¤œ আয়ের মানুষেরা অসুবিধায় পড়েছে।
হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে রামগঞ্জ বাজারে খুচর-পাইকারী বিক্রেতা বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর ছড়িয়ে পড়ায় আড়ৎদারেরা দাম চড়া দাম নিচ্ছে পেঁয়াজের। যার ফলে বাজারে খুচরা দোকানদারদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এইচ//