Print Date & Time : 22 April 2025 Tuesday 10:19 am

রামগঞ্জে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

রবিবার রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের কাটাখালি, পৌর সোনাপুর চৌরাস্তা থেকে মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য ভিপি আব্দুর রহিম, সাবেক উপজেলা বিএনপিথর যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন পলাশ, আলাউদ্দিন বেগ, জেলা যুবদলের সদস্য মোরশেদ আলম, সুমন চৌধুরী, যুবদল নেতা জামাল পাটোয়ারী, আব্দুল আজিজ মজুমদার, আব্দুল মন্নান, হারুনুর রশীদ, জাকির হোসেন, হুমায়ন, শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ ফারুক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, পৌর ছাত্রদলের আহবায়ক শাহিন আলম মুন্না, সদস্য সচিব হুমায়ুন কবীর সাদ্দামসহ উপজেলা পৌর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিকদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//