Print Date & Time : 30 July 2025 Wednesday 3:31 am

রামগঞ্জে আইজিই ব্লক বাটিক প্রশিক্ষন কর্মশালা

মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকে ঃ রামগঞ্জে আইজিই ব্লক এন্ড বাটিকের উপর ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি করা হয়েছে।

গত বৃহস্পতিবার ১০ অক্টোবর সকাল ১১টায় পপুলার ফাউন্ডেশন এর উদ্যোগে পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে লক্ষ্মীপুর জেলা সমবায় সমিতি।

উক্ত জেলা সমবায় অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন রুমি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ আনোয়ার হোসেন আরও উপস্থিত ছিলেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাম্মদ শিল্পী আক্তার।

প্রশিক্ষণ প্রদান করেন শাহিনুর বেগম। প্রশিক্ষণে অংশ নেয় রামগঞ্জ উপজেলার ২৫ জন ক্ষুদ্র নারী উদ্দোক্তার মাঝে সনদ পত্র প্রধান করেন লক্ষ্মীপুর জেলা সমবায় অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন রুমি।