Print Date & Time : 23 April 2025 Wednesday 3:31 am

রামগঞ্জে আ‘লীগের উন্নয়নমূলক প্রচারপত্র বিতরণ

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা আ‘লীগের সহ-সভাপতি ও লক্ষীপুর জেলা কমিটির প্রস্তাাবিত সহ-সভাপতি সামছুল হক মিজানের উদ্যোগে সোমবার দিনব্যাপী উপজেলার ইছাপুর ও চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাাম-গঞ্জে, অফিসপাড়া, হাট-বাজার,শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বর্তমান সরকারের উন্নয়নমুলক প্রচারপত্র বিতরন করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে সকল কারনে নৌকা ভোট দিবেন এমন অর্ধশতাধিক মেঘা প্রকল্প এবং সরকারের সাফল্য তুলে ধরে আ‘লীগের দলীয় মনোগ্রাম সংযুক্ত এবং সামছুল হক মিজান আগামী নির্বাচনে মনোয়ন প্রত্যাশি হিসেবে উল্লেখ করে সকাল ১০টা থেকে রাঘবপুর গ্রাম থেকে প্রচারপত্র বিতরন শুরু করেন।

প্রচারপত্র বিতরন কালে এই সময়ে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব নুরুন্নবী, কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন শান্ত সহ দলীয় নেতা-কর্মী, সমর্থক, ইউপি চেয়ারম্যান, মেম্বার, সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন। ইছাপুর ইউপির রাঘবপুর, শ্রীরামপুর, সৌন্দড়া, বাংলাবাজার, নয়নপুর, নুনিয়াপাড়া, নারায়নপুর, শিবপুর, চন্ডিপুর ইউনিয়নের বকুলতলা বাজার, হরিশ্চর বাজার, বাংলাবাজার, নাগেরদীঘিরপাড় বাজার, কামারহাট ,মনসা বাজার, বউ বাজার এলাকায় প্রচারপত্র বিতরন কালে সামছুল হক মিজান ভোটারদের সাথে কুশল বিনিময় সময় বলেন, বর্তমান সরকার দেশকে অনেক দুর এগিয়ে নিয়েছে। দরিদ্রতা দুর করতে নানামুখি প্রকল্প বাস্থবায়ন করছে। দেশে দৃষ্টিনন্দন আধুনিক মডেল মসজিদ করা প্রধানমন্ত্রীর পক্ষেই করা সম্ভব হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//