Print Date & Time : 22 April 2025 Tuesday 2:11 pm

রামগঞ্জে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

লক্ষীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের’ উদ্যোগে গরীব, অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় রামগঞ্জ পৌর শহরের রেখা সুপার মার্কেটের ২য় তলায়, সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মাইন উদ্দিন রুবেলের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক তৌহিদুল ইসলাম কবিরের স ালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ল²ীপুর উপ বিভাগীয় প্রকোশলী মো. ফারুক হোসেন, ইউপি সদস্য মোঃ ইয়াছিন।

এসময় অতিথিগণ তাদের বক্তব্যে সংগঠনটি করোনাকালীন সময়ে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরনসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে ভূমিকা রাখায় সকল সদস্যগনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, অর্থ সম্মাদক সাংবাদিক রাজু হোসেন, প্রচার সম্মাদক মো. ইব্রাহীমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, সংগঠনটি ২০১৮ সালের জানুয়ারী মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত অসংখ্য রোগীকে রক্ত ডোনেট করছে। এছাড়াও ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প, ফ্রি বøাড গ্রæপিং, বিভিন্ন মূমুর্ষ রোগীকে আর্থিক সহায়তা প্রদান, শীতবস্ত্র. হুইলচেয়ার বিতরণ, করোনাকালীন সময়ে খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স বিতরণ করেছে সংগঠনের সদস্যগণ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ এপ্রিল ২০২৩