মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকেঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে গরু চুরি রোধে থানা পুলিশ সাড়াঁশি অভিযান পরিচালনা করেন। এতে গরু মালিক, কৃষক, খামারিসহ এলাকাবাসীকে স্বস্তি প্রকাশ করতে দেখা যায়।
এলাকাবাসী থানা পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানান। অভিযানে গতকাল বুধবার (২৪মে) দুপুরে ভাদুর ইউনিয়নের রাজারামপুর গরু বেপারী মানিক ও ভোলাকোট ইউনিয়নের শাকতলা ডারি বাড়ির আবুল কালাম প্রকাশ কালার গরু ঘরে থাকা ৮টি গরুর তাৎক্ষনিক রশিদসহ উপযুক্ত প্রমানাদি না থাকা স্থানীয় রাজারামপুর ওয়ার্ড মেম্বার বিল্লালের জিম্মায় রাখা হয়।
থানা সূত্রে জানা যায়, এসব গরু বর্তমান ক্রয় বিক্রয় নিষেদ করে জিম্মায় রাখা হয়েছে। পরবর্তিতে উপযুক্ত রশিদসহ প্রমানাদি পেলে যার গরু তাকে দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ভাদুর, ভোলাকোটসহ আশপাশের ইউনিয়নের বিভিন্ন বাড়িতে গরু চুরি হয়ে আসছে। গত মার্চ মাসে রাজারামপুর গ্রামে গরু চুরিকালে এলাকাবাসী হাতেনাতে চোরকে ধরে ইউপি চেয়ারম্যানের কাছে সর্পদ করে। গত ১৫ এপ্রিল একই ইউনিয়নের সমেষপুর গ্রামের শেখের বাড়ি থেকে ২টি গরু চুরি হয়। এ ভাবে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় ও সামনে কোরবান ঈদকে সামনে রেখে গরু চুরি রোধে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজারামপুর, সমেষপুর ও শাকতলা, ভাদুর গ্রামের কয়েকজন জানান, ভাদুর ইউনিয়নে গরু বেপারী আন্তির বাড়ির বতা, মধ্যভাদুর গ্রামের বতা, রাজারামপুর গ্রামের মানিক ও শাকতলা গ্রামের ডারি বাড়ির কালা এ কয়েকজনকে প্রশাসন কঠোর নজরদারীর মধ্যে রাখলে নিমেষে এ অঞ্চলের গরু চুরি বন্ধ হয়ে যাবে। স্থানীয়রা আরো জানান, ডারি বাড়ির কালাম ওরফে কালার গরু ঘরে বেপারী মানিক মিয়াসহ রাতে আধাঁরে ১/২ গরু রাখে এর পর কয়েকদিন পর ওই গরু গুলি তারা নিয়ে যায়।
কথিত আছে গরু চুরির সিন্ডিকেট এক অঞ্চলের চুরিকৃত গরু অন্য অঞ্চলে নিরাপদে রেখে সময় সুযোগ করে গরুর গোস্থ ব্যবসায়ী অথবা তাদের টার্গেট কৃত স্থানে বিক্রি করে দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে শাকতলা ডারি বাড়ির আবুল কালাম প্রকাশ কালা বলেন, গরু ঘরে থাকা গরু গুলির মধ্যে ২টি গরু মানিক থেকে আনা, গরু ক্রয়ের রশিদ মানিকের কাছে থাকে। বাকী দুইটি একটি বগুড়া আরেক দেহলা থেকে আনা হয়েছে। আমি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় গরু কিনে আবার বিক্রি করে থাকি। বিল্লাল মেম্বার জানান, আমার জিম্মায় রাখা গরু গুলি নিরাপদ থাকবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post