মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকে ঃ রামগঞ্জে কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌছে দিল যুবলীগ নেতাকর্মীরা।
গতকাল রবিবার (৩০ এপ্রিল) দিন ব্যাপী যুবলীগ নেতা কামরুল হাসান মাসুমের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী পৌর টামটা ও সোনাপুর কৃষি মাঠে কৃষকের ১২০ শতাংশ জমিতে এ ধান কেটে দেন। এতে কৃষকরা খুশী। এদিকে শ্রমিক ও আর্থিক সংকটে কৃষকের পাশে এমন মানবিক কাজে এগিয়ে আসায় সাধারন মানুষ ব্যাপক প্রশংসা করে।
জানা যায়, রামগঞ্জে পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা। এ সময় কৃষকরা শ্রমিক ও আর্থিক সংকটে পড়ে। সময় মত ধান কেটে বাড়িতে আনতে না পারায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে।
কৃষকের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহবানে ও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে রামগঞ্জ পৌর সভার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলী আকবরের ছেলে ও উপজেলা যুবলীগের নেতা কামরুল হাসান মাসুম নেতাকর্মীদের সাথে নিয়ে সোনাপুর ও টামটা গ্রামের কৃষকদের ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌছে দেন।
এ সময় ধান কাটা কর্মসূচীতে অংশগ্রহন করেন যুবলীগের বিল্লাল হোসেন, রাশেল বাবু, সিয়াম, শুভ, বাবু, রাশেল প্রমূখ নেতাকর্মীরা। .
কৃষক মিজান জানান, আমি বহু কষ্টে ৩০ শতাংশ জমিতে ধান চাষ করছি। বর্তমানে শ্রমিক সংকট ও শ্রমিক মূল্য বেশী হওয়ায় আর্থিক সংকটের ধান কেটে বাড়িতে আনা নিয়ে দুঃচিন্তায় ছিলাম। কামরুলসহ নেতাকর্মীরা আমার ধান কেটে বাড়িতে পৌছে দিয়ে উপকার।
যুবলীগ কামরুল হাসান মাসুম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এ আহবানে অসহায় অসায় কৃষকদেও পাকা ধান কেটে বাড়িতে পৌছে দেওয়ার এ কর্মসূচী পালন করি। আমাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post