Print Date & Time : 26 August 2025 Tuesday 10:49 pm

রামগঞ্জে বিএনপি নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ

মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকে ঃ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২২ ফেব্রুয়ারী বিকাল সাড়ে পাঁচটার দিকে রামগঞ্জ পৌরসভার খাঁন টাওয়ারস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগঞ্জ টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের ফাঁসির দাবুতে বিভিন্ন শ্লোগান দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দৈনিক দেশতথ্য//এইচ//