Print Date & Time : 24 April 2025 Thursday 10:56 am

রামগঞ্জে বেগম রোকেয়া দিবসে ৫ জয়ীতাকে সম্মাননা!

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। 

গতকাল শনিবার সকাল ১০টায় রামগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়ীতা অন্বেষনে বাংলাদেশ” জয়ীতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মহিলা বিষয়ক অধিদপ্তর-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে রামগঞ্জ উপজেলা পর্যায়ে ৫ জয়ীতা নারীকে অনুষ্ঠানের প্রধান অতিথি রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন।

প্রভাষক হাবিব উল্যাহর সঞ্চালনায় ও রামগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলী আক্তারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহম্মেদ, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শোহরাব হোসেন, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ইখতিয়ার আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ রহিম ও রামগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ কামাল হোসেন প্রমূখ।  

অর্থনৈতিক, শিক্ষা ও চাকুরী, সফল জননী, নির্যাতনের ভীবিষিকা মুছে নতুন উদ্যেমে জীবন পরিচালনা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শাহানারা ইসলাম, শাহীনুর বেগম, সুলতানা রাজিয়া, শামিমা নাছরিন ও রাবেয়া আক্তার জয়ীতা নির্বাচিত হন।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১০ ডিসেম্বর ২০২৩