Print Date & Time : 10 May 2025 Saturday 10:06 am

রামগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকে ঃ রামগঞ্জে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে।
”স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” প্রতিপাদ্যেকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন।

গতকাল সোমবার (২২মে) সকাল সাড়ে ১০টায় সহকারি কমিশনার (ভূমি) মনিরা খাতুনের সভাপতিত্বে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম।
এ সময় উপজেলা ও ইউনিয়র ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারিসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আগামী রবিবার (২৮ মে) পর্যন্ত এ কর্মসূচী চলবে। এ কর্মসূচীল মূল লক্ষ জনগনকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে মানুষকে জানানো ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এ বছর ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফায়েড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এইচ//