মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকেঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বস্তাবন্দী মানুষের মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করছে পুলিশ।
২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাটরা ইউনিয়নের উত্তর ভাটরা এলাকার ইরানি বাড়ির পাশে একটি ডোবা থেকে মানুষের মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করে তারা।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরতে গিৃয়ে ওই ডোবাতে বেশ কয়েকটি ইটের সাথে বস্তাটি বাঁধা অবস্থায় দেখে স্থানীয়দের মনে কৌতূহল সৃষ্টি হয়। একপর্যায়ে বস্তার মুখ খুলে মানুষের মাথার খুলি ও কঙ্কাল দেখতে পায় তারা।
পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মানুষের মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে প্রেরন করে রামগঞ্জ থানা পুলিশ। তবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে প্রেরন করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post