লক্ষ্মীপুরের রামগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি পারভেজ হোসাইনকে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রামগঞ্জ পৌরসভার ০১ নং সোনাপুর ওয়ার্ডের সেলিম আঠিয়া বাড়িতে। এবিষয়ে শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পারভেজ হোসাইন।
সাংবাদিক পারভেজ ও অভিযোগ সুত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর বুধবার “রামগঞ্জে সৎ ভাইয়ের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ” শিরোনামে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জের ধরে অভিযুক্ত একই বাড়ির মনির হোসেন ও তার স্ত্রী তাছলিমা বেগম এবং কাজল আটিয়াসহ একটি সংঘবদ্ধ গ্রপ পারভেজ হোসেনের বসত ঘরে গিয়ে তাকে না পেয়ে তার মা ও স্ত্রীকে গালমন্দ ও প্রাননাশের হুমকি দেন। পরে ভুক্তভোগী ওই সাংবাদিক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যপারে মনিরের সাথে যোগাযোগের জন্য বার বার মোবাইলে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//