মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী,রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকেঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ম বর্ষপূর্তি উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরন করছেন সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশন।
আজ রবিবার (১৫ জানুয়ারী) সকাল ১০টায় রামগঞ্জ বাজারস্ত সংগঠনের নিজস্ব কার্যালয়ে কোরআন তেলাওয়াত, আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে ৫ম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত হয়।
এসময় প্রায় দুই শতাধিক গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র কম্বল ও হুডি বিতরনের কার্যক্রম উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ মাইন উদ্দিন রুবেলের সভাপতিত্বে ও সহ-সভাপতি সাংবাদিক মোঃ তৌহিদুল ইসলাম কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়পুর সরকারি কলেজে প্রভাষক মোঃ শেখ ফরিদ, আর্ক প্রাইভেট লিঃ এর ডিরেক্টর সৌরভ বিন কাসেম, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রাজু আহম্মেদ মানিক, সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন।
মানবিক কাজে বিশেষ অবদান রাখায়, সংসপ্তক অ্যাসোসিয়েসনের সভাপতি ইমাম হোসেন স্বপন ও নোয়াগাঁও ব্লাড ফাউন্ডেশনের সভাপতি শেখ ফরিদকে সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের পক্ষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সিঃ সহ-সভাপতি তানভীর আহমেদ, সহ-সভাপতি সাব্বির হোসেন বাবুল, রবিউল পাটোয়ারী কোষাধ্যক্ষ সাংবাদিক রাজু আহমেদ প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল ভূঁইয়া।
আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য মোঃ রহমত উল্যা পাটোয়ারী, সুজন পাটোয়ারী মোহাম্মদ আল-আমিন, মোঃ শাখাওয়াত হোসেন প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post