লক্ষীপুরের রামগঞ্জ পৌর শহরের এস কে টাওয়ারের দ্বিতীয় তলায় গতকাল ২৩ শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা দেশের সুনামধন্য স্বপ্নীল পোশাকের অন্যতম স্বপ্নপুরীর ১০ তম শাখার শুভ উদ্ভোধন করা হয়।
এই স্বপ্নপুরী উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার ও পরিচালক জনপ্রিয় অভিনেতা ব্যাচেলার পয়েন্টের জিয়াউল হক পলাশ প্রকাশ কাবিলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ,ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর,সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক আবু তাহের,পৌর কাউন্সিলর ফয়সাল মাল, বিশিষ্ট ব্যবসায়ী ও এস কে টাওয়ারের মালিক মো: রেজা পাটোয়ারী, ব্যবসায়ী বাদল পাটোয়ারীসহ হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এই স্বপ্নপুরীর স্বত্ত¡াধিকার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন তিনি বলেন, আধুনিক রামগঞ্জের মানুষের রুচির ভিত্তিতে স্বপ্নপুরীর ১০ তম শাখার শুভ উদ্ভোধন করা হয়েছে। রামগঞ্জের প্রতিটি মানুষই সৌখিন এবং রুচিশীল। তাই তাদের সৌখিনতার কথা চিন্তা করে এই স্বপ্নপুরীর উদ্ভোধন। এখানে পুরুষ, মহিলা ও বাচ্চাদের জন্য রয়েছে সকল প্রকার রুচিশীল পোষাকের সমাহার। পাবেন সকল প্রকার কসমেটিকের পন্যও। তিনি সবাইকে পছন্দের পন্য কিনা কাটার জন্য স্বপ্নপুরীতে আমন্ত্রন জানিয়েছেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৪ মার্চ ২০২৩