Print Date & Time : 5 July 2025 Saturday 5:54 pm

রামগঞ্জে ৩ হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

এখন অগ্রহায়ন মাস ধেয়ে আসছে শীত। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় শীতের তীব্রতা বেড়ে চলছে। মানুষকে জেঁকে ধরছে শীত ৷ এ সময় সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশ পুলিশ বিভাগের ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট(সিআইডি) শাখায় কর্মরত পুলিশ সুপার(এসপি) হুমায়ুন কবির ।
তিনি তাঁর জন্মস্থান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের আলীপুর ও পাশ্ববর্তি কয়েকটি গ্রামের ৩ হাজার অসহায় শীতার্তদের ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করেন।
আজ শনিবার(২ ডিসেম্বর) সকাল ৯টায় আলীপুর উদয়ন ক্লাবের আয়োজনে আলীপুর ঈদগাঁও ময়দানে এ কম্বল বিতরন করা হয়।
বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদ উল্যাহ, দরবেশপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উদয়নক্লাবের সভাপতি জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সুমন, দরবেশপুর ইউপি সদস্য সাহাদাৎ হোসেন, ভাদুর ইউপি সদস্য আবদুল কাদের,সাবেক সদস্য সালাউদ্দিন সুমন, আলীপুর বাজার ব্যবসায়ী বাবলু প্রমূখ।

দৈনিক দেশতথ্য//এইচ//