হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির বহিষ্কৃত সদস্য চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনের আরেক চেয়ারম্যান প্রার্থী জহিরুল আলমের সমর্থকরা এক ভোটারের বাড়িতে দলবল নিয়ে হামলা করার তথ্য পাওয়া গেছে।
মোবাইল ফোনে ধারন করা এ সম্পর্কিত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জহিরুল আলমের সঙ্গে থাকা এক অনুসারী রামদা হাতে ওই ভোটারের দিকে বারবার তেড়ে যাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ১২নং চিকনদণ্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এক বাসিন্দা জানান, দুপুর দেড়টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি দল নিয়ে চেয়ারম্যান প্রার্থী জহিরুল আলম মো.জামাল উদ্দিন নামের এক ভোটারের ঘরে যান। এ সময় ওই ভোটারের কাছে জানতে চান, স্থানীয় প্রার্থীকে বাদ দিয়ে নুরুল আবছারের (আরেক চেয়ারম্যান প্রার্থী) পক্ষে কেন কাজ করছেন। এ নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে চেয়ারম্যান প্রার্থী জহিরুল আলমের ভাগিনা সাজ্জাদ রামদা উঁচিয়ে তাঁর দিকে তেড়ে যায়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেন বলেন, ভুক্তভোগী মামলার প্রস্তুতি নিছেন। সাজ্জাদ নামের ওই ব্যক্তিকে খুঁজছে পুলিশ । দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চুর মৃত্যু জনিত কারনে পদটি শূন্য হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এবং আগামী ২৮ এপ্রিল রবিবার ওই ইউপির উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//