শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া তার উদ্ধার সহ দু’ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৫ মার্চ) বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা থেকে
তাদেরকে গ্রেফতার করা হয় ।গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ নাছির ও আয়নাল।
র্যাব ৬ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কিছু অসাধু কর্মচারী ও অসৎ ব্যক্তিদের সহায়তায় বৈদ্যুতিক তারসহ সেখানকার বিভিন্ন মালামাল চুরি করে ক্রয় বিক্রয় করে আসছিল এমন খবরের ভিত্তিতে ওই সকল ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষে র্যাব ৬ গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং গোপনে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র্যাব ৬ এর একটি আভিযানিক দল বটিয়াঘাটা উপজেলার কাতিয়ালংলা বাজরে অভিযান চালিয়ে উল্লিখিত ২ ব্যক্তিকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা চুরি হওয়া ৩৭২ কেজি তার উদ্ধার পূর্বক সেগুলো জব্দ
করা হয়।
সর্বশেষ গ্রেফতারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//