মো:ফয়সাল আলম,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া পাপ্পু (৪০) মারা গেছেন।
মুন্সিগঞ্জ থেকে ঈদের পরদিন রাজশাহীতে বাড়িতে এসেছিলেন তিনি। রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা পাপ্পুর পিতার নাম সাহেব আলী।
সিকিউরিটি সার্ভিসের কর্মী পাপ্পু গতকাল শনিবার সকাল পৌনে ১০ টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ জুলাই পাপ্পু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ৪ জুলাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পাপ্পু মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুত অফিসের সিকিউরিটি গার্ড ছিলেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, ‘তার একটি কানে ডেঙ্গু রোগের আলামত দেখা দেয়। সেই আলামত অনুযায়ী আমাদের হাসপাতালে তার চিকিৎসা চলমান ছিলো। এই রোগে আক্রান্ত হলে রোগীর লিভার,কিডনিসহ শরীরের গুরুত্বপূর্ণ অংশে প্রভাব পড়ে। আক্রান্ত হওয়ার অনেক পরে সে হাসপাতালে ভর্তি হয়।’
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, জুন মাস থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়েছে। শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে আটজন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে একজনকেই আইসিইউতে পাঠানো হয়েছিল। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২৭ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post