রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৫ অক্টোবর) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। মৃত ওই গৃহবধূর নাম বুলবুলি (৩৫)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার নজরুল ইসলামের স্ত্রী।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ বলেন, বুলবুলি চার দিনের জ্বর নিয়ে গত সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। বাইরে কোথাও ভ্রমণ করেননি তিনি। স্থানীয়ভাবেই তিনি ডেঙ্গু আক্রান্ত হন। তার অবস্থা জটিল হওয়ায় মঙ্গলবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই বুধবার দুপুরে তিনি মারা যান।
ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ আরও বলেন, চলতি মৌসুমে রামেক হাসপাতালে ২৩ জন ডেঙ্গু রোগির মৃত্যু হলো। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫৯১ জন রোগী। এদের মধ্যে তিন হাজার ৩২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ অক্টোবর ২০২৩