রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে।
দু’দিনের জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুধবার। এরপরপরই তাঁকে আইসিইউতে নেয়া হয়। সেখানে তিনি মারা যান। ওই নারীর নাম ফাহিমা বেগম (৪৭)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের বাসিন্দা।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের তথ্য মতে, চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে ১ হাজার ৬৯৫ জন চিকিৎসা নিয়েছেন ও নিচ্ছেন। বর্তমানে ১৭৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। অথচ দুই সপ্তাহ আগেও ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০০ এর নিচে ছিলো। বর্তমানে হাসপাতালের ১০, ১৩, ১৪, ১৬, ২৪, ২৫, ৩০, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২ ও ৪৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে। ওয়ার্ডগুলোতে বর্ধিত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ডেঙ্গু ওয়ার্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বর্তমানে আবহাওয়াজনিত কারণে অনেকেই জ্বরে আক্রান্ত হচ্ছেন। আবার ডেঙ্গুর কারণেও জ্বর হচ্ছে। অনেকে বিষয়টিকে গুলিয়ে ফেলে অবহেলা করছেন। পরবর্তীতে সেটা খুবই খারাপ ফল নিয়ে আসছে। একারণে সকলের সতর্কতা একান্তই জরুরি। জ্বর হলেই চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হচ্ছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মেদ বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। এই হাসপাতাল ১২শো শয্যার। অথচ প্রতিদিন চিকিৎসা দিতে হচ্ছে প্রায় ৩ হাজার। এরমধ্যে ডেঙ্গুর মতো বিষয়ে বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে যায়।
তিনি আরও বলেন, বিভাগের বিভিন্ন জেলা থেকে রোগী আসছে। জেলা ও উপজেলা পর্যায়েও চিকিৎসার বিষয়ে ভাবা উচিত।
দৈনিক দেশতথ্য//এইচ/