Print Date & Time : 25 May 2025 Sunday 5:28 pm

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ইন্তেকাল করেছেন  । 

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে  মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

একই‌ দিন বিকেল ৩টার দিকে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে বেদনাবিধুর পরিবেশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি, স্ত্রী,এক ছেলে,এক মেয়ে, নাতি-নাতনী রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা। মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকার মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ ফেব্রুয়ারী ২০২৪