Print Date & Time : 6 September 2025 Saturday 11:53 am

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন

খুলনার পাইকগাছায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও লস্কর ইউপির সাবেক চেয়ারম্যান সুবোল চন্দ্র মন্ডল (৮৫)’র রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে পৌরসভাস্থ নিজ বাসগৃহে বার্ধক্যজণিত কারণে মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা সরকারী কলেজ মাঠে প্রয়াত এ মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড-অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পাইকগাছা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু ও অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, রনজিৎ কুমার সরদার, অধ্যক্ষ মিহির বরন মন্ডলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

গার্ড-অব অনার শেষে প্রয়াত মুক্তিযোদ্ধার পৌরসভাস্থ বয়রা শ্বশ্মান ঘাটে অন্তেষ্ট্রীক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি ইতোপুর্বে দু’বার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করেন।

বাংলাদেশ স্বাধীনের পর তিনি লস্কর ইউপি’র রিলিপ চেয়ারম্যান ও ১৯৭৩ সালেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সে কড়ুলিয়ার মৃতঃ সত্যরাম মন্ডলের একমাত্র ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ মেয়ে ও ২ ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে সুবোল মন্ডলের মৃত্যুতে খুলনা-৬’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু এক শোক বার্তায় প্রয়াত এ মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৬,২০২২//