হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ছাবের আলী সালামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই )সকাল ১১ টার দিকে খলিসাকুন্ডি বড় গোরস্থান প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হাই সিদ্দিকী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।কুষ্টিয়া জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে তাকে খলিসাকুন্ডি বড় গোরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ছাবের আলী সালাম বুধবার(১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে খলিসাকুন্ডি পুরাতন হাটপাড়া তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে স্ত্রী,দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে জান তিনি।

Discussion about this post