রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধি : একদিকে রাষ্ট্রীয় শোক দিবস অপরদিকে সরকারী ছুটির দিন না হওয়া সত্বেও নওগাঁ’র রানীনগর উপজেলাধীন শফিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ও ম্যানেজিং কমিটির সকলেই স্কুল বন্ধ করে দিয়ে পিকনিকে গেছেন।
এমন কি সরকারী নির্দেশ মেনে স্কুলে জাতীয় পতাকাও অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়নি। এ নিয়ে এলাকার অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তুরস্কে ভয়াবহ ভুমিকম্পের ফলে ব্যপক ক্ষয়ক্ষতিসহ হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাংলাদেশ সরকার বৃহষ্পতিবার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষনা করেছে। সরকারী বেসরকারী স্বায়ত্বশাসিত অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে রাখার ঘোষনা দিয়েছে।
এই ঘোষনা অনুযায়ী বৃহষ্পতিবার শফিকপুর উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। সরকারী কোন ছুটি না থাকলেও প্রধান শিক্ষক স্কুল বন্ধ ঘোষনা করে সকল শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে দিনাজপুর জেলাধীন ফুলবাড়ি উপজেলায় অবস্থতি স্বপ্নপূরীতে পিকনিক করতে যায়।
এ ব্যপারে স্কুল ম্যানেজিং কমিটির আহবায়ক এটিএম আলী জিন্নাহ প্রথমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অনুমতি নিয়ে পিকনিকে যাওয়ার কথা স্বীকার করেন। কিন্তু উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন বলেছেন এ ব্যপারে তিনি কিছুই জানেন না এবং কোন অনুমতি দেয়া হয়নি বা এ ব্যাপারে অনুমতি দেয়ার তাঁর কোন এখতিয়ার নাই। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যে অনুমতি দেননি এ ব্যপারে পুনরায় আহবায়ক এটিএম আলী জিন্নাহর নিকট জানতে চাইলে তিনি ইংরেজী ভাষায় আস্ফালন করেন এবং হুমকি প্রদান করেন।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের নিকট এ ব্যপারে তাঁর মোবাইল ফোনে জানতে চাইলে তিনি কোন উত্তর দেন নি। বাসের শব্দ আর শিক্ষার্থীদের কোলাহলের অযুহাত দেখিয়ে ফোনটি কেটে দেন।
জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমানের নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেছেন তাঁকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তিনি বলেছেন কোন শিক্ষা প্রতিষ্ঠান পিকনিক কিংবা শিক্ষা সফরে যেতে হলে ছুটির দিন যেতে পারবে কিংবা যথাযথ অনুমতি নিয়ে যেতে পারবে। শফিকপুর উচ্চ বিদ্যালয়ের বিষয়টি তিনি ক্ষতিয়ে দেখছেন। এ ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে তিনি জানান।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post