আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।
তিনি বলেন,শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে। ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) পথসভায় এসব কথা বলেন তিনি।
এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেছেন নাহিদ ইসলাম। এরপর শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলবো উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, মুজিববাদ নানা ছলেবলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, মুজিববাদ মানে একদলীয় শাসন ব্যবস্থা, লুটপাট, দুনীর্তি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশ ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে। সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী দেওয়ান রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন,যুগ্ম আহবায়ক অনিক রায়,সদস্য সচিব আখতার হোসেন,দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলেল মূখ্য সংগঠক সারজিস আলম,যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ,প্রীতম দাশ ও যুগ্ম মূখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম,মনিরা শারমিন,মাহবুব আলম, সারোয়ার তুষার,অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন,তাজনূভা জাবীন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দীন মাহাদী, অর্পিতা শ্যামা দেব, তানজিল মাহমুদ,খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক ও হাসান আলী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, মো. রশিদুল ইসলাম (রিফাত রশিদ), মো. মাহিন সরকার, মো. নিজাম উদ্দিন, আকরাম হুসেইন, এস এম সাইফ মোস্তাফিজ ও উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনাসহ কেন্দ্রীয় কমিটির প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আতাউর রহমান স্বপন আমেরিকায় থাকায় তার পক্ষ থেকে দোয়ারাবাজার উপজেলার সহ¯্রাধিক নেতাকর্মী সমর্থকরা মিছিল সহকারে শহরের কর্মসুচিতে যোগদান করে। এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে নানা স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। শহরের প্রবেশমুখ মল্লিকপুরের আব্দুজ জহুর সেতুর মুখেও করা হয়েছে তোরণ। পদযাত্রাটি হবিগঞ্জ থেকে গত বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ এসে পৌঁছে। এনসিপির কর্মসূচি ঘিরে সুনামগঞ্জে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ গ্রেডের জুলাই যোদ্ধা জহুর আলীর সভাপতিত্বে সুনামগঞ্জ সার্কিট হাউজের সংক্ষিপ্ত আলোচনা সভায় জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,আমরা বিচার,সংস্কার ও দেশ পূণর্গঠনের লক্ষ্যে আন্দোলন করছি। জুলাই আন্দোলনে শহীদ হৃদয়,শহীদ আয়াতুল্লাহ ও শহীদ সোহাগ সুনামগঞ্জের এই তিন কৃতিসন্তান জীবন দিয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরন করে চলছেন। জুলাই যোদ্ধাদের অনেক সমস্যা আছে। এসব সমস্যা সমাধানেও এনসিপি কাজ করে যাবে। এ সময় শহীদ সোহাগের বাবা আবুল কালাম,জুলাই আন্দোলনে আহত সাংবাদিক আল হেলাল,সাংবাদিক আফতাব উদ্দিন,সাংবাদিক ইসলাম উদ্দিন তালুকদার, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আবু সালেহ নাসিম,ইসহাক আমিনি,শহিদুল ইসলাম,জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের আহবায়ক ইমনদ্দোজা আহমদ,সদস্য সচিব মেহেদী হাসান সাকিব,জেলা জুলাই মঞ্চ আহবায়ক এম.এ বারী সিদ্দিক,মুখপাত্র উবায়দুল হক রাহাত,মুখ্য প্রতিনিধি মোজাহিদ আলী খোকন,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক এনডি উছমান গনি,সিনিয়র যুগ্ম আহবায়ক সাইমন আহমেদ শিহাব,যুগ্ম আহবায়ক মোঃ শরীফ উদ্দিন,নজরুল ইসলাম,জহিরুল ইসলাম তারেক,আলী ইমরান,মিজান মিয়া,সাইফুল ইসলাম,আরিফুল ইসলাম,দ্বীন ইসলাম,সদস্য সচিব মোঃ রিদওয়ানুল হক নিহাল,জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স এর আহবায়ক জুলাইযোদ্ধা মোঃ জহুর আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফয়ছল আহমদ,যুগ্ম আহবায়ক আব্দুল হালিম হেলিম,মোঃ জুলপাশ খান,শিবনাথ বিশ্বাস,জিহান জুবায়ের,মোঃ ইসহাক আমিনী,মোঃ হাফিজ আহমদ,মোঃ মনিরুল ইসলাম মনির,সুহাইল আহমদ ইয়াহিয়া,মোঃ সাদেকুর রহমান,মোঃ আরিফুর রহমান বুলেট,মকবুল হোসেন,ওবায়দুল্লাহ তাহমিদ,শামাল আহমেদ শান্ত,মোঃ মোবারক হোসেন,মাহবুবুর রহমান চৌধূরী,মোঃ হাফিজুর রহমান ও সদস্য সচিব মাহফুজুর রহমান মুহিতসহ জুলাই আন্দোলনে আহত বিভিন্ন দলমতের জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে মাওলানা মফিজুর রহমান ও জেলা এনসিপির আহবায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের উপস্থাপনায় মসজিদে জুমআর নামাজে আগত মুসল্লিয়ানদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাহিদ হাসান।

Discussion about this post