মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম পচাকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) দুপুরে নগরের চণ্ডিপুর এলাকা থেকে গ্রেফতার করে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে। পরে তাকে নগরের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। নগর ডিবি পুলিশের পরিদর্শক ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ আগস্টের পর বোয়ালিয়া থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় শহিদুল ইসলাম পচাকে গ্রেপ্তার করা হয়েছে। আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে থেকে তাকে গ্রেফতারের পর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। বিকেলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠিয়েছে।

Discussion about this post