পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ রাসুল (সা:) কে নিয়ে ভারতের হিন্দু পুরোহিত কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় পাটগ্রামে ইমাম – মুয়াজ্জিন কল্যান পরিষদের আয়োজনে পূর্ব চৌরাস্তা মোড়ে উক্ত সমাবেশ আয়োজিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলন বাংলাদেশ এর লালমনিরহাট জেলা সভাপতি মুফতি আবুল কাশেম,
উলামায়ে কল্যাণ পরিষদের সহ- সভাপতি মাওলানা আবু তাহের,ইমাম – মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা আফজাল হোসেন প্রমুখ।
এছাড়াও পাটগ্রাম এ,পি সিনিয়র মাদ্রাসা কর্তৃক ছাত্র শিক্ষক সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিন করেন। নেতৃবৃন্দ অবিলম্বে হিন্দু পুরোহিতকে ফাঁসির দাবী জানান।