কুষ্টিয়ার মিরপুর বহলবাড়ীয়ার খাদিমপুর মোমতাজুল উলূম মাদ্রাসার নিকট আজ রবিবার সন্ধ্যায় LPG গ্যাসবাহী গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়! এতে কুষ্টিয়া পাবনা সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। এ ঘটনায় দুজন আহতের খবর পাওয়া গেছে।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ২০//২০২২//