Print Date & Time : 22 April 2025 Tuesday 5:27 pm

রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই রাস্তার কাজ শেষ!

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া ইবি থানাধীন মধুপুরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই করা হয়েছে রাস্তা বর্ধিত করার কাজ। নির্মাণ শেষে চলাচলের জন্য রাস্তাটি খুলে দিলেও চলছে না গাড়ি। এই দৃশ্য শুধু মধুপুরে নয় কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের প্রায় অধিকাংশ জায়গায়। এর ফলে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে দেখা যায়। ঠিক কী কারণে রাস্তার মাঝখান দিয়ে হাই ভোল্টেজ এর তার পরিবাহিত খুঁটি রেখেই এই নির্মাণ কাজ করা হচ্ছে তার কোন  উত্তর পাওয়া যায়নি। রাস্তা বর্ধিত করার কাজে নিয়োজিত একজন জানান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ অফিসে এই খুটি সরানোর জন্য চিঠি দেয়া হয়েছে তবে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ তারা নেননি। আগামী দুএক দিনের মধ্যে ব্যবস্থা না নিলে পুনরায় তাদেরকে অবহিত করা হবে।

তবে পল্লী বিদ্যুৎ অফিসকে বরাবরই বিদ্যুৎ পরিবাহিত করার জন্য মহাসড়কের কোল ঘেঁষে নিয়মিত গাছ পালা নিধন করে অপরিকল্পিতভাবে এই খুটি বসানোর কাজ করে আসছেন বলে অভিযোগ করেছেন অনেকে।