রাস্তায় পড়ে থাকা পরিচয়বিহীন এক বৃদ্ধার দায়িত্ব নিলেন বরগুনা জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সুমন রায়।
বরগুনা পৌরশহরের মিষ্টি পট্টির পুর্বদিকের রাস্তায় গত চার-পাঁচদিন ধরে কাতরাচ্ছিলেন মুমুর্ষ এক বৃদ্ধা। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে ওই বৃদ্ধার কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করেন। ক্ষুদা ও অসুস্থতার কারনে তিনি কোন কথা বলতে পারছিলেননা। সুমন তাকে কোলে নিয়ে রিকশায় উঠিয়ে বরগুনা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। যতদিন ওই বৃদ্ধার পরিবারের সন্ধান না পাওয়া যাবে ততদিন তাকে সেবা যত্ন করার দায়িত্ব নিয়েছেন সুমন রায়।
ছাত্রলীগ নেতা সুমন রায় বলেন, বুধবার দুপুরে কয়েকজন রাজনৈতিক সহকর্মীকে নিয়ে চা খাচ্ছিলাম। এমন সময় আমার চোখ আটকে যায় রাস্তায় পড়ে থাকা ওই বৃদ্ধার উপর। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। বাইরে থেকে খাবার এনে খাওয়াই। ওই বৃদ্ধা বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যতদিনে তিনি সুস্থ্য না হবে পরিবারকে খুজে না পাবে ততদিনে আমি তার দেখাশোনা করব।
তিনি আরও বলেন, এসবকিছু আমি নিজের নৈতিক দৃষ্টিকোন থেকে করেছি। ভাবিনি বিষয়টি ভাইরাল হবে। বর্তমানে সবাই নিজের প্রচারের জন্য অনেক কিছু করছে, তবে আমি সব সময় আত্ম প্রচার থেকে দূরে থাকি। সবার উৎসাহ পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি এটাই বড় কথা।
এবিষয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার’র সভাপতি জালাল আহমেদ বলেন, বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। এটি নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। সুমনের জন্য শুভকামনা রইল। তার এমন মহৎ কাজের জন্য বেওয়ারিশ ওই বৃদ্ধা তার পরিবারকে খুঁজে পাবে হয়ত। অসহায়, ছিন্নমূলদের পাশে এভাবেই সবার এগিয়ে আসা উচিত।