রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের পশ্চিম হেতালিয়া ব্রিজ থেকে হাওলাদার বাড়ি পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় পশ্চিম হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন বয়সের শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, গত পাঁচ বছর ধরে পশ্চিম হেতালিয়া ব্রিজ থেকে হাওলাদার বাড়ি পর্যন্ত রাস্তাটি খানা-খন্দে ভরে গেছে। কোথাও কোথাও রাস্তা খুঁড়ে রেখে দীর্ঘদিন সংস্কার করা হয়নি। ফলে স্কুলগামী শিক্ষার্থীসহ এলাকাবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির সময় কাদা-পানিতে চলাচল আরও দুর্বিষহ হয়ে ওঠে। অনেক সময় শিশুরা জামাকাপড় নষ্ট হওয়ার ভয়ে স্কুলে যেতেও পারে না। অসুস্থ রোগী থাকলেও সড়কটির দুরবস্থার কারণে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না। এতে চিকিৎসা সেবা ব্যাহত হয়। বর্ষার আগে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভোগান্তি আরও বাড়বে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ১৭৪ নম্বর পশ্চিম হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান, মো. মামুন, মাহাবুব মুন্সি, আব্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক স্থানীয় বাসিন্দা।

Discussion about this post