ইরফান উল্লাহ, ইবি :
বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা কামনায় রেইনকোট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ।
সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের বাংলা মঞ্চে এ কর্মসূচি হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। সম্মানীয় অতিথি ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন।
এছাড়াও ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান, প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. এ. কে. এম. মতিনূর রহমান, প্রফেসর ড. জাকির হোসেন, এস্টেট অফিস প্রধান আলাউদ্দিন, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি আব্দুল মঈদ বাবুল এবং ছাত্রদল ইবি শাখার সভাপতি সাহেদ আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বেশি-বেশি কাজ করতে হবে মানুষের জন্য। দলের চেয়ে দেশ বড় যদি হয়, আমাদের রাজনীতি-চিন্তাভাবনা-কর্ম সব কিছুই জনগণের উদ্দেশ্যে হবে। মানুষের জন্য যদি আমরা রাজনীতি এবং কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, সেখানেই আমাদের সফলতা। তাহলেই সুখী-সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো; যে বাংলাদেশ ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ এই প্রত্যয়ের সাথে যুক্ত। ভাইস চ্যান্সেলর আরও বলেন, জাতীয়তাবাদী দলের রাজনীতি যারা করেন, তাদের আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পড়তে হবে। তাহলে ব্যক্তিগত লোভ-লালসা-পাওয়ার আকাঙ্খা থাকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপস্থিত রেখে জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড চলতে পারবে না, মানুষের প্রত্যাশাও পূরণ করতে পারবে না। মহান আল্লাহ তায়ালার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনা করে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বেগম খালেদা জিয়া আগামী দিনে দেশ পরিচালনা করবেন, আরও দীর্ঘ দিন জনগণকে নেতৃত্ব দিবেন।