বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে মঙ্গলবার বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।
পরে ‘রিক’ এর কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন- সংস্থার নির্বাহী পরিচালক আবুল হাসিব খান, উপপরিচালক দীপক রঞ্জন চক্রবর্তী, সহকারী পরিচালক নজরুল ইসলামসহ প্রমুখ।
এছাড়াও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) তার কর্ম এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপণ, মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//